Sunday 19 October 2008

দেখি, শুনি, লিখি

বাংলা ব্লগের বিস্তৃতির সাথে সাথে বাড়ছে ব্লগরাজনীতি। তৈরি হয়েছে ভিন্ন প্ল্যাটফর্ম, যোগ দিয়েছে ভিন্নমনা লেখক ও পাঠক, সৃষ্টি হয়েছে বিভিন্ন দল-উপদল, বেড়ে উঠেছ গোপন ব্লগার সংগঠন, জন্ম নিয়েছে ব্লগীয় নেতা, মুফতি ও গুরু। ব্লগের সমাজে, বা নিভৃতে নিজস্ব ব্লগদ্বীপে বসে চলছে ব্লগরাজনীতির নিপুণ জাল বোনা।

আমরা এরই নীরব দর্শক, পাঠক ও শ্রোতা ছিলুম। নীরব আর রইবো না। যা দেখবো, যা শুনবো, লিখবো।

পাঠক, চোখ রাখুন বিদ্যাকুটুশে। আর ধন্যবাদ জানাই কবি ও গল্পকার সুমন রহমানকে, যাঁর চমৎকার ব্লগটির নামানুসরণেই আমাদের এই বীক্ষণব্লগটির নামাঙ্কণ।

2 comments:

ব্লগরাজনীতির আবডালপাঠ said...

পরীক্ষামূলক মন্তব্য ১।

nomia nowshin said...

Just joined...