Saturday 14 February 2009

ব্লগারদের বই বিজ্ঞাপন

শুরু হয়ে গেছে বই মেলা......।মোহিতলাল মজুমদার লিখছিলেন "পুঁথির প্রতাপে" এখন কাগজ কলম হাতে পেলেই লেখক হয়ে যায় সবাই।বাংলা ব্লগের অনেক ব্লগারদের বই প্রকাশিত হচ্চে এবার।চেনা অচেনা নিয়মিত অনিয়মিত কবি গল্পকার উপন্যাসিক -কি নেই?সাম-ইন ব্লগের এক কবি আমেরিকা থেকে উড়ে গেছেন জাগ্রিতি প্রকাশনি থেকে বই প্রকাস করতে।সচলায়তনের ২৯জন লেখক বই প্রকাশ করছে।এত বই কে কিনবে কে পড়বে সেটা বড় প্রস্ন।

অনলাইনে ফ্রি লেখার সুযোগ পেয়ে এখন লেখকবৃন্দ ফ্রি বিজ্ঞাপনের উপায় খুজেন।এরমাঝে অন্যতম হল ফেসবুক।নিজে কিংবা বন্ধুদের দিয়ে পেজ/গ্রূপ খুলিয়ে বইয়ের বিজ্ঞাপন চলছে।সবচেয়ে হাস্যকর ব্যাপারটা হল

ফেসবুকে প্রফাইলে ছবির জায়গায় বই'এর প্রচ্চদ যোগ করা।দেখে মনে হয়, যেন বিজ্ঞাপনী বোর্ড ভাড়া করতে না পেরে বা দেয়াল লিখনের সুযুগ না পেয়ে উদোম শরীরে খালি গায়ে রঙ মেখে পন্যের বিজ্ঞাপন প্রচার......।

No comments: